নবীগঞ্জে ৩ কোটি ব্যয়ে লোকনাথ মন্দিরে ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সাবেক সচিব অশোক মাধব রায় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 3 March 2022
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ৩ কোটি ব্যয়ে লোকনাথ মন্দিরে ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সাবেক সচিব অশোক মাধব রায়

Link Copied!

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে উপজেলার আক্রমপুরে ৩ কোটি ব্যয়ে লোকনাথ মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় হয়েছে । বুধবার (২মার্চ) বিকাল ৪ টায় লোকনাথ মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন সাবেক নৌ পরিবহণ মন্ত্রণালয় সচিব ও বাংলাদেশ হিন্দু কল্যাণ পরিষদ ট্রাস্টি অশোক মাধব রায়।

উপজেলা লোকনাথ সেবাসংঘের সভাপতি সুখেন্দু পুরকায়স্থের সভাপতিত্বে করগাঁও ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক নৌ পরিবহন মন্ত্রণালয় সচিব ও বাংলাদেশ হিন্দু কল্যাণ পরিষদ ট্রাস্টি অশোক মাধব রায়।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী,সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এড: গতি গোবিন্দ দাশ,হবিগঞ্জ কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কার্য্যনির্বাহী সদস্য হিরেন্দ্র দত্ত,হবিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জগদীশ মোদক,সাধারন সম্পাদক এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস,হবিগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এড: নলিনী কান্ত রায় নিরু।

উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক অনুপ কুমার দেব মনা। এতে স্বাগত বক্তব্য রাখেন, ভবানী শংকর ভট্টাচার্য্য।গৌতম কুমার রায়, কাউন্সিলর জায়েদ চৌধুরীসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ।

অশোক মাধব রায় বলেন, লোকনাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে যেহেতু মন্দির স্থাপনা সম্পন্ন হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে মন্দির পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তি মাধ্যমে একটি কমিটি গঠন করতে হবে এবং আমাদের ছেলে মেয়েদের কে ধর্মীয় শিক্ষা প্রদান করতে হবে।

অন্যদিকে সন্ধ্যা ৭ টায় করগাঁও ইউনিয়নে বউলাকিপুর গ্রামে পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে নাটমন্দির নির্মাণ কাজের উদ্বোধন করেন সাবেক সচিব অশোক মাধব রায় ।