ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ।। হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে জি আর মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (০৩ সেপ্টেম্বর) রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদের নেতৃত্বে এসআই অমিতাভ তালুকদার, এসআই বিজয় দেবনাথ, এসআই সম্রাট মিয়া, এএসআই সিরাজুল ইসলাম, এএসআই সুফিয়ান মিয়া সঙ্গীয় ফোর্সসহ সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করা হয় ৷
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, নবীগঞ্জ উপজেলার ছোট শাখোয়া গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র সমুজ মিয়া ও মৃত লেবু মিয়ার পুত্র কর্নাল মিয়া।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।