নবীগঞ্জে ১৩ ইউনিয়নে নৌকা পেলেন যারা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 26 October 2021

নবীগঞ্জে ১৩ ইউনিয়নে নৌকা পেলেন যারা

Link Copied!

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ :   আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।
সোমবার (২৫ অক্টোবর) গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নবীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তরা হলেন- বড়ভাকৈর (পঃ) ইউনিয়নে সমর চন্দ্র দাশ, বড়ভাকৈর পূর্ব মোঃ আক্তার মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়নে আছাবুর রহমান, দীঘলবাক ইউনিয়নে মো. আবু সাঈদ, আউশকান্দি ইউনিয়নে মো. দিলাওর হোসেন, কূর্শি ইউনিয়নে আলী আহমেদ, করগাও ইউনিয়নে বজলুর রহমান, নবীগঞ্জ সদর মো. হাবীবুর রহমান, বাউশা ইউনিয়নে আবু সিদ্দিক, দেবপাড়া ইউনিয়নে আব্দুল মোহিত চৌধুরী, গজনাইপুর ইউনিয়নে মো. সাবের আহমেদ চৌধুরী, কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ফরহাদ আহমেদ, পানিউমদা ইউনিয়নে মো. ইজাজুর রহমান।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলিপ বড়ুয়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর তৃতীয় ধাপে ১০০৭টি ইউনিয়ন পরিষদ এবং ৯টি পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ নভেম্বর এসব ইউনিয়ন ও পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর।

নবীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়