নবীগঞ্জে হিন্দু নারী সেজে মন্দিরে চুরি করতে গিয়ে দুই চোর ধরাশায়ী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 12 February 2023
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে হিন্দু নারী সেজে মন্দিরে চুরি করতে গিয়ে দুই চোর ধরাশায়ী

Link Copied!

হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার গোবিন্দ জিউর আখড়া প্রঙ্গনে শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ১৩৫ তম জন্মোৎসবের চলছিল। সবাই যখন অনুকূল ঠাকুরের পূজায় মগ্ন তখন শাখা-সিঁদুর পরে চুরি করতে সেখানে ঢোকেন ছমিরুন আক্তার (২৪) ও রেখা বেগম (৩০) সহ ৪ নারী । হাতেনাতে দুইজনকে আটক করেন ভক্তরা। দুই আটকের সাথে সাথে বাকী ২ জন পালিয়ে যায়।

শনিবার (১১ ফেব্রুয়ারী) রাতে পৌর এলাকার হবিগঞ্জ রোডের গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গনে ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলামের জানান, আটকের পর প্রথমে সায়েদা নিজের নাম “সাথী রায়” বলে দাবি করেন।

পরে স্থানীয়দের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে আসল নাম স্বীকার করতে বাধ্য হন। তার বাড়ি নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে, স্বামীর নাম উসমান গনি। পরে তাকে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাখা-সিঁদুর পরে চুরি করার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।

স্থানীয়রা আরও জানায়, শনিবার ছিল সনাতন হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ১৩৫ তম জন্মোৎসবের উপলক্ষে অনুকূল ঠাকুরের পূজা। পৌর এলাকার গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গনে এ উপলক্ষে অনেক ভক্তের সমাগম হয়।

রাতে ধর্মীয় সভা শেষে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছমিরুন ও রেখা সহ একাধিক সংঘবদ্ধ চোর চক্রের নারী সদস্য শাখা-সিঁদুর পরে ওই মন্দিরে গিয়ে একাধিক নারীর কাছ থেকে সোনার চেইন চুরি করেন।

একপর্যায়ে ধরা পড়েন ছমিরুন ও রেখা। আটক ছমিরুনের নাসিরনগর উপজেলার ধরমন্ডল ও রেখার বাড়ি মাধবপুর উপজেলার নোয়াগাঁও গ্রামে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, ওই নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।