মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ থেকে ;; নবীগঞ্জউপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের হিংসামূলক বাঁশঝাড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জানা যায়, বুধবার (১৫এপ্রিল) দুপুর ২টায় যখন প্রবল বেগে ঝড়ো হাওয়া শুরু হয় ঠিক সেই মূহুর্তে সাতাইহাল গ্রামের শাহ মুসকিল আহসান মাজারের পার্শ্ববর্তী গ্রামীণ টাওয়ার সংলগ্ন শাহ জাহাঙ্গীর আলম, পিতা-শাহ ইউসুব আলীর বাড়ির পাশে থাকা বাঁশঝাড়ে নিচে থাকা শুকনো পাতায় আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
শাহ জাহাঙ্গীর এর সাথে কথা বলে জানা যায়, পার্শ্ববর্তী কিছু মানুষ নানাভাবে বিভিন্ন কৌশলে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। ঝঁড় তুফান যখন শুরু হয় তখন আমরা সবাই ঘরের ভিতরে অবস্থান করি। হঠাৎ রাস্তা দিয়ে চলে যাওয়া এক ব্যক্তি চিৎকার দিয়ে বলে যে বাঁশঝাড়ে ধোঁয়া দেখা যায়, তাৎক্ষণিক আমরা সবাই ছুটে গিয়ে দেখি এরই মধ্যে বাঁশঝাড় প্রায় ২০শতাংশ পরিমাণ জায়গা জ্বলে ছাই হয়ে গেছে। সে বলে,হিংসাত্মক মনোভাবের কারণে তুফান শুরু হওয়ার লগ্নেই এই আগুন লাগিয়েছে। ভাগ্য ভালো বাড়িতে লোকজন বেশি থাকায় সহজে আগুন নেভাতে পেরেছি,না হলে বসতবাড়িসহ সবকিছু লন্ডভন্ড হয়ে যেতো।