নবীগঞ্জে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 29 July 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

Link Copied!

মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধিঃ   নবীগঞ্জ বাউসা ইউনিয়নের বাশডর (দেবপাড়া) গ্রামে জাহির হত্যা মামলার অন্যতম ৩ আসামীকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) নবীগঞ্জ বাউসা ইউনিয়নের বাশডর (দেবপাড়া) গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

ছবি : পুলিশের হাতে আটক হত্যা মামলার ৩ আসামি

 

জাহির হত্যা মামলার গ্রেফতারকৃত ৩ আসামিরা হলেন, মৃত করম আলীর পুত্র মোঃ ছোবান মিয়া (৩৮), মৃত জবেদ আলীর পুত্র মোঃ হামিদ মিয়া (২৪), মৃত মিঠাই মিয়ার পুত্র মোঃ জনাব আলী (৩২)।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম বাশডর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।