নবীগঞ্জে হত্যা মামলার আসামী র‍্যাবের হাতে গ্রেফতার।  - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 1 March 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে হত্যা মামলার আসামী র‍্যাবের হাতে গ্রেফতার। 

Link Copied!

মোঃ তাজুল ইসলাম,নবীগঞ্জ থেকে :    হবিগঞ্জের নবীগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (১মার্চ) সকাল ৯ টার দিকে সুমন মিয়া ওরফে সুন্দর আলীকে গ্রেফতার করা হয়। সে উপজেলার আউশকান্দি ইউনিয়নের দরবেশপুর গ্রামের আফছার উল্লার ছেলে।
সুত্রে জানা যায়, ২০০৮ সালের ২২ জুন নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে আবুল মিয়াকে হত্যা করে সুমন মিয়া ও তার লোকজন।  এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হয়। এ প্রেক্ষিতে হবিগঞ্জের আদালত ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারী সুমন মিয়াকে মৃত্যুদন্ডের আদেশ দেন। এরপর থেকে সে পলাতক ছিল।
আজ রবিবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে র‍্যাব ৯- এর অপারেশন কমান্ডার মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে একটি অভিযানিক দল দরবেশপুর গ্রামে অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করেছে।