নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৮ জন নিহত : মুমূর্ষু অবস্থায় ৪জনকে সিলেট প্রেরণ  - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 6 March 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৮ জন নিহত : মুমূর্ষু অবস্থায় ৪জনকে সিলেট প্রেরণ 

Link Copied!

মোঃ তাজুল ইসলাম,নবীগঞ্জ থেকে :   নবীগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের ১১ নং গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁঁও নামক স্থানে ঢাকা থেকে সিলেটগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই ৮জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তাৎক্ষনিকভাবে নিহতদের নাম ঠিকানা এখন ও জানা যায়নি। জানা যায়,শুক্রবার (৬মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা থেকে সিলেটগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৯-৫৪৬২) কান্দিগাঁও বক্কর মিয়ার বাড়ির সামনে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রন হারিযে পুরুষ মহিলা সহ ৮ জনের মৃত্যু হয় এবং আশংকাজনক অবস্তায় ৪ জনকে সিলেট প্রেরণ করা হয়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক আমার হবিগঞ্জকে জানান,দুর্ঘটনার কারণ এখনো জানা যায় নি।নিহতদের পরিচয় পেলে পরবর্তীতে জানাবে হবে। তবে মৃত্যের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি জানান । উল্লেখ্য, ১ বছর আগে একই স্থানে একটি বাস গাছের সাথে ধাক্কা লেগে মারা যায় প্রায় ৯জন।