মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ থেকে: হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে ১ জন। (৫এপ্রিল) রোববার সকালে বেগমপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত হয়েছে বাউধরন গ্রামের নুর ইসলাম মিয়ার পুত্র খেলু মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, বানিয়াচং মামার বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর নামক স্থানে পৌছা মাত্র এ দূর্ঘটনার সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের নূর ইসলামের পুত্র খেলু মিয়া ঘটনাস্থলে নিহত হন।
এতে গুরুতর আহত হন আব্দুল বারিক মিয়ার পুত্র শেজু মিয়া। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান।