নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 14 April 2022
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Link Copied!

নবীগঞ্জে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৪টায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পৌরসভার টিমিরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল আরোহী নবীগঞ্জ উপজেলার গয়াহরি মৃত সুনিল দেবর পুত্র সুবিনয় দেব(২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, টিমিরপুর নামক স্থানে হবিগঞ্জ রোড থেকে আশা বাস সাথে হবিগঞ্জ যাওয়ার পথে সুবিনয় দেবের সাইকেল সরাসরি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হাসপাতালে যাওয়ার পথে প্রাণ হারান।

নিহত সুবিনয় দেব নবীগঞ্জে উপজেলার মোবাইল কাভার এক্সসরিজ কর্মরত ছিলেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন মোবাইল কাভার এক্সসরিজ স্বত্বাধিকারী ফয়সল আহমেদ।

এ নিউজ লেখা পর্যন্ত মৃতদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল মর্গে রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস আটক ও মটরবাইক আটক করে থানায় নিয়ে আসেন।