মোঃ হাসান চৌধুরী, নবীগঞ্জ থেকে।। ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে গতকাল মঙ্গলবার বিকেলে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির মাইক্রো বাসের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল কুর্শা গ্রামের কুড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ইয়াছমিনের।
জানাযায়, পানিউমদা ইউনিয়নের কুর্শা গ্রামের মৃত কাছন মিয়ার মেয়ে প্রাথমিক সমাপনী পরিক্ষার্থী ইয়াসমিন আক্তার (১১) রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে থেকে পরীক্ষা শেষে গতকাল মঙ্গলবার বিকেল ২টায় বাড়ী ফেরার পথে হাইওয়ে রোডে ক্রস করে কুর্শাগ্রামে তার বাড়ি মুখী যাওয়ার সময় পিছন থেকে একটি (মাইক্রো) ঢাকা মেট্রোঃ চ ১৫-২৭৮৪ গাড়ী চাপা দিলে দ্রুত পালিয়ে যায় ।
ঘটনাস্থলে ইয়াছমিনের মৃত্যু ঘটে । পরে এলাকাবাসী মিরপুর সিটকো সিএনজি গ্যাস পাম্প এর সামনে গাড়ীটি আটক করেন।
দূর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশের সাবইন্সেপেক্টর মুজিবুর হক ঘটনাস্থলে আসেন এবং আটক মাইক্রো বাসটি থানায় নিয়ে যান ।