নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 5 November 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

Link Copied!

অঞ্জন রায়, নবীগঞ্জ   :   ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মডেল বাজারের নিকটে তেলের লরি ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে শামিম আহমদ (৩২) নামে এক মোটর সাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। এতে সাইকেল আরোহী তার দুই বন্ধু গুরুতর আহত হয়। শুক্রবার (৫নভেম্বর) বিকেল এই দুর্ঘটনা ঘটে।
আহতদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধঘন্টা যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্বার করে এবং যানচলাচল স্বাভাবিক করে।
নিহত শামিম উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামের আলাই মিয়ার ছেলে। গুরতর আহত শের আলী (৩০) ও আতাউর রহমান (৩১) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।