নবীগঞ্জে স্বাস্থ্য বিধি অমান্য করায় ভ্রাম্যমান আদালতের অভিযান,জরিমানা আদায় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 23 May 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে স্বাস্থ্য বিধি অমান্য করায় ভ্রাম্যমান আদালতের অভিযান,জরিমানা আদায়

Link Copied!

মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ থেকে  : করোনাভাইরাসের এই মহামারীর মধ্যে স্বাস্থ্য বিধি অমান্য করে দোকানপাঠ খোলা রাখায় হবিগঞ্জের নবীগঞ্জ শহর ও দেবপাড়া বাজারে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে  ৬০হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে নবীগঞ্জের শহর ও দেবপাড়া বাজারে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।
জানা যায়, শরিবার (২৩মে) বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল এর নেতৃত্বে ও সেনাবাহিনীর ক্যাপ্টেন এএসএম শিহাবুজ্জামান শিহাব সহকারে একদল সেনা সদস্য নবীগঞ্জ শহরে ও দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্য বিধি অমান্য করে দোকানপাঠ খোলা রাখায় ২টি মিষ্টির দোকান ও ৪টি কাপড়ের দোকানকে ৬০ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল বলেন, স্বাস্থ্য বিধি অমান্য করে ও প্রশাসনের নির্দেশনা অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এলাকার বিরাট ক্ষতি সাধিত করছেন। এর ফলে করোনার ঝুঁকি দিনদিন আরো বৃদ্ধি পাচ্ছে। এসব কারণে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হচ্ছে।  সবাইকে দোকানপাঠ বন্ধ করে ঘরের অবস্থানের আহবান জানান ইউএনও।