নবীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 11 August 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধিঃ  নবীগঞ্জ পৌরসভায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অমান্য এবং মাস্ক পরিধান না করায় নবীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ১০ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড দেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন। এছাড়া, শেরপুর রোড বাসস্ট্যান্ড এলাকায় বাস ও সিএনজি চালকদের অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, স্বাস্থ্য বিধি মেনে চলা এবং সরকার নির্দেশিত ভাড়া যাতে যথাযভাবে আদায় করা হয় সে বিষয়ে সতর্ক করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন।

ছবি : ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্রাজিস্ট্রেট সুমাইয়া মমিন

জানা যায়, করোনা ভাইরাস পরিস্থিতিতে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে দোকান খোলার নির্দেশ দেয়া হয়। কিন্তু নির্ধারিত বিনা প্রয়োজনে মাস্ক ছাড়া বাজার এলাকায় ঘোরাফেরা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ১০হাজার ৩শ টাকা জরিমানা করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন এক্সিকিউভিট ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।

এ সময় সকল শ্রেণী-পেশার মানুষকে করোনা ভাইরাস মোকাবেলায় সরকার প্রনীত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে আহ্বান জানিয়েছেন এবং নবীগঞ্জের মানুষ যেন বিনা প্রয়োজনে বাসা থেকে বের না হওয়ার জন্য অনুরোধ ও জানিয়েছেন।

তাছাড়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।