দিপু আহমেদ,নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী স্বামী হারা নিঃসন্তান ছালেহা বেগম (৬৫), কে অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাবেদ মিয়া ছালেহা বেগমের হাতে সহায়তার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি হাসান চৌধুরী, মোফাজ্জল ইসলাম সজীব, সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্না, যুগ্ম সম্পাদক মোঃ আলাল মিয়া, কোষাধ্যক্ষ শাহরিয়ার আহমদ শাওন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দিপু আহমেদ, তথ্য প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন তালুকদার,ক্রীড়া সম্পাদক অঞ্জন রায়, সদস্য নাজমুল ইসলাম, সফিকুল ইসলাম নাহিদ, জাফর ইকবাল,নীরব তালুকদার,আর এইচ পাবেল।
নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহায়তার টাকা হাতে পেয়ে ছালেহা বেগম কাঁন্না জড়িত কন্ঠে বলেন, খুবই কষ্টে দিনযাপন হচ্ছিলো। এই টাকা গুলো হয়তো কিছুদিনের কষ্ট দুর করবে। তিনি নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের জন্য দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থণা করেন।