নবীগঞ্জে স্বাধীনতার ৪৯ বৎসরে এবারই প্রথম হয়নি রথ টানা উৎসব - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 24 June 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে স্বাধীনতার ৪৯ বৎসরে এবারই প্রথম হয়নি রথ টানা উৎসব

Link Copied!

সলিল বরণ দাশ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ  করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাধীনতার ৪৯ বৎসরে এবারই প্রথম রথের দড়িতে টান পড়নি সিলেট বিভাগের মধ্যে অন্যতম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার  ঐতিয্যবাহী জগন্নাথ দেবের রথে।  মঙ্গলবার রথযাত্রা উৎসব হয়েছে শুধু পূর্জা অর্চ্চনার মধ্যে দিয়ে।

জানা যায়, নবীগঞ্জে বৃটিশ আমল থেকে রথযাত্রা উৎসব হয়ে আসছে। এর অংশ হিসাবে ২৩ জুন মঙ্গলবার রথযাত্রা উৎসব হওয়ার কথা থাকলেও স্বাধীনতা পর এবারই প্রথম জগন্নাথ দেবের রথ টান হয়নি। বিশ্বব্যাপী মহামারী পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এই পরিস্থিতিতে নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়া কমিটির,উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর নের্তৃবৃন্দ সম্মিলিতভাবে মঙ্গলবার রথযাত্রা উৎসবের রথ টানের না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণে রথ টান হয়নি।  শুধু মন্দিরে পূজা পার্বন যথারীতি পালন করা হয়েছে। তাই সকল ভক্তবৃন্দকে  মঙ্গলবার রথযাত্রা উপলক্ষ্যে গোবিন্দ জিউড় আখড়ায় ভীড় না করার জন্য আহবান জানানোর ফলে গোবিন্দ জিউড় আখড়া ছিল জনশূন্য ।

এ ব্যপারে নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল জানান, সীমিত পরিসরে শুধু পূজা কার্যক্রম সম্পন্ন হবে।  করোনা পরিস্থিতি এবং  প্রতিপদ অম্বুবাচীর কারণে সার্বিক দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লখ্য যে,সিলেট বিভাগের মধ্যে অন্যতম বৃটিশ আমলের তৈরি রথটি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়  পাক হানাদার বাহিনী নবীগঞ্জের প্রায় ২৫ ফুট উচু রথটি জ্বালিয়ে দিয়ে ধ্বংস করার ফলে পরবর্তীতে অন্য একটি রথ তৈরী করে অনুষ্টান পরিচালনা করে আসছিলেন নবীগঞ্জের হিন্দু ধর্মাবলম্বী লোকজন। দীর্ঘ ৪৭ বছর পর  প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয়ে গত বছরই প্রথম ১৫ ফুট উচু অত্যাধুনিক একটি রথ  তৈরী করে  উদ্বোধন করা  হয়েছে।