সলিল বরন দাশ, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে জাহিদপুর গ্রামের ১০’বৎসরের শিশু স্থানীয় কনখারী পাড়া সারকারী প্রাইমারী স্কুলের ৪র্থ শ্রেনীর ছাত্রীকে খাবার প্রলোভনে ধর্ষণের ঘটনার ২০’দিন পেরিয়ে গেলেও মামলার আসামি জাবিদ উল্লাকে (৬০) গ্রেফতার করতে পারেনি নবীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ বলছে আসামিরা পলাতক, তাদের গ্রেফতারে প্রতিদিন অভিযান চলছে। অপরদিকে থানায় মামলার করায় ভিকটিমের চাচাতো ভাই মামলার বাদী মাহিদ মিয়াকে অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে আসামি পক্ষ। ভয়ংকর পরিণতি ভোগ করার হুমকি দিয়েছে প্রতিনিয়ত। এই অবস্থায় ধর্ষণ মামলা করে বেকায়দায় পড়েছেন ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর পরিবার।
মামলার বাদী জানান, গত ১০’জুলাই মামলা করার কয়েকদিন পর থেকে আমাকে মামলা তুলে নেওয়ার জন্য আসামির পরিবার বিভিন্নভাবে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে বলে জানায়। বাদী আরো বলেন পুলিশ শত চেষ্টা করার পরও আসামিদের গ্রেফতার করতে পারছে না কেন তা বুঝতে পারছি না।
এব্যাপারে নবীগঞ্জ থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা সামছুল ইসলাম বলেন, ধর্ষক জাবিদ উল্লাকে গ্রেফতার করতে আমি সর্বাত্মক চেষ্টা করছি, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। ঘন ঘন স্থান পরিবর্তনের কারণে গ্রেফতার মিশন সফল হচ্ছে না। তিনি বলেন দ্রুতই আসামী গ্রেফতার হবে বলে আশা করছি।
নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান বলেন, আসামিরা এলাকায় নেই। তাই তাদের গ্রেফতার করা যাচ্ছে না। তবে পুলিশ আসামিদের গ্রেফতারে একাধিকবার অভিযান চালিয়েছে।
উল্লেখ্য নবীগঞ্জ সদর ইউনিয়নের জাহিদপুরের গ্রামের মুদি দোকানদার জাবিদ উল্লা (৬০) গত (২৭ জুন) বিকাল ৪টার দিকে মুদি মাল কিনতে আসা তার পাশ্ববর্তী প্রতিবেশীর ১০ বৎসরের শিশু কন্যাকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ঘটনার পরপর গ্রাম্য মাতব্বররা সমাধানের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় ১২’দিন পর ১০ জুলাই নবীগঞ্জ থানায় ধর্ষন মামলা করে ভিকটিমের চাচাতো ভাই।