ঢাকাMonday , 2 September 2024
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে সিএনজি চালক খুনের ঘটনায় মানববন্ধন

তাজুল ইসলাম
September 2, 2024 12:13 pm
Link Copied!

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউসকান্দি ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কের সঈদপুর বাজারে সিএনজি হাফিজুরের খুনের ঘটনায় এক মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।

রবিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকায় এ খুনির ফাঁসি চেয়ে উক্ত মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত এলাকায় মাদক, সন্ত্রাস, মারামারি এবং খুনের ঘটনা ঘটার প্রধান চেয়ারম্যানকে দ্বায়ী করে এলাকার সচেতন নাগরিকরা বক্তব্য রাখেন।

হাফিজুর খুনের সঠিক তদন্ত করে আসামীকে আইনের আওতায় আনার জোর দ্বাবী জানান এলাকাবাসী এবং মানববন্ধন শেষে আসামির ফাঁসির দ্বাবী জানিয়ে বাজার থেকে মিছিল করে চেয়ারম্যান এর বাড়ির সামনে এসে সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাত অনুমান ১১টার দিকে সিএনজিতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে শিপন দারালো ছুরি দিয়ে ভিকটিম হাফিজুরের গলায় উপর্যুপরি আঘাত করে। এতে হাফিজুর গুরুত্বর জখম প্রাপ্ত হলে তাকে প্রথমে সিলেট ওসমানী হসপিটালে চিকিৎসার জন্য ২৬ আগষ্ট ভোর রাতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করলে ঐ দিনই তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট, শের-ই বাংলানগর ঢাকায় ভর্তি করা হয়। হাফিজুরের চিকিৎসাধীন অবস্থায় গত (২৯ আগষ্ট) সন্ধ্যা ৬ ঘটিকায় সেখানে মৃত্যু হয়।

খুন হওয়া সিএনজি চালকের নাম হাফিজুর রহমান (৩৫)। সে আউশকান্দি ইউনিয়নের উমরপুর এলাকার মৃত আব্দুস সালামের পুত্র। আর ঘাতক সিএনজি চালক মো. শিপন মিয়া একই ইউনিয়নের চৈতন্যপুর এলাকার আব্দুল আহাদের পুত্র।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী বলেন, অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে ৷