জাবেদুর রহমান, নবীগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে সারাবিশ্ব আজ নিস্তব্ধ। যতদিন যাচ্ছে ততই বাড়ছে আক্রান্তের সংখ্যা, মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। বাংলাদেশে ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা মোকাবিলায় মানুষের দূরত্ব বজায় রাখাই সবচেয়ে ভালো ঔষধ। সেজন্যে বার বার সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জনগণের কাছে আবেদন জানাচ্ছে সরকার। কিন্তু বহু ক্ষেত্রেই তা মানা হচ্ছে না।
রবিবার(১২ এপ্রিল) নবীগঞ্জের দুটি ব্যাংক পূবালী ও উত্তরায় সামাজিক দূরত্ব বজায় না রেখে চলছে টাকা লেনদেন। যা মানুষের জন্য করোনা ভাইরাসের হুমকি। যেখানে ৩ ফুট দূরত্ব বজায় রেখে চলাফেরার কথা বলা হয়েছে, সেখানে নবীগঞ্জের দুটি ব্যাংক (পূবালী ও উত্তরায়) তা মেনে চলছে না।
এই বিষয়ে পূবালী ব্যাংকের এক কর্মকর্তার সাথে যোগাযোগ করলে, তিনি বলেন এই বিষয়ে পরিচালকের সাথে যোগাযোগ করার জন্য। আর অন্যদিকে উত্তরা ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে, কেউ ফোন উঠায় নি।