নবীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 6 September 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু

Link Copied!

মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামের হাওরে ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে আব্দুল আউয়াল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৬সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মিনাজপুর গ্রামের মৃত আরব উল্লার পুত্র মোঃ আব্দুল আউয়াল গ্রামের পাশের হাওরে ঘাস কাটতে যায়। সারাদিন চলে গেলেও তার কোন খোঁজ না পাওয়ায় পরিবারের লোকজন তার সন্ধানে  বের হন।
অনেক খোঁজাখুজি করে দুপুর ২ টায় জমির মধ্যে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান জানান- নবীগঞ্জ থানা পুলিশ আব্দুল আউয়ালের লাশ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে  বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।