নবীগঞ্জে সাংসদ মিলাদ গাজীর বিশেষ বরাদ্দ থেকে ত্রাণ বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 28 July 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে সাংসদ মিলাদ গাজীর বিশেষ বরাদ্দ থেকে ত্রাণ বিতরণ

Link Copied!

মোফাজ্জল ইসলাম সজীব, নবীগঞ্জ : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রান তহবিল হতে নবীগঞ্জ উপজেলার ৬ নং কুর্শী ইউনিয়নে বন্যাক্রান্ত দুঃস্থ অস্বচ্ছল ২০০ মত পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী অনুকূলে বিশেষ বরাদ্দ পরিবার প্রতি ১০ কেজি করে চাল ও আধা লিটার সোয়াবিন তৈল গতকাল ৬নং কূর্শী ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজীর অনুকূলে দেয়া বিশেষ বরাদ্দের এ উপহার খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুর্শী ইউ/পি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলী আহমেদ মুসা।

 

ছবি: ত্রাণ বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল। বিশেষ অতিথি ছিলেন কুর্শী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী ও যুগ্ম সাধারন সম্পাদক শ্রী অমলেন্দু সূত্রধর।

উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক হরিপদ দাস, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক দিলাওর হোসেন আখন্জী, আওয়ামীলীগ নেতা ছনাওর আলী, বশির আহমদ ও ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক নজরুল আমীন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী কে একজন সৎ, স্বজ্জন, নির্লোভ, পরোপকারী ও মানবতার আলোকোজ্জ্বল এক বাতিঘর আখ্যায়িত করে বলেন, গুরুতর অসুস্থ মেয়ের চিকিৎসা কাজে বিদেশে অবস্থান করেও তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং দলীয় নেতাকর্মীদের মাধ্যমে নবীগঞ্জ ও বাহুবল উপজেলা দু’টির বন্যা ও করোনা পরিস্থিতির খবরাখবর নেয়ার পাশাপাশি প্রতিনিয়ত দুই উপজেলার ২০টি ইউনিয়ন সহ ১টি পৌরসভার সর্বস্তরের মানুষের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন।

এবং সরকারী ও বেসরকারী উদ্যোগে খাদ্য তথা ত্রান সামগ্রী নিয়ে দ্রুত গতিতে বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা সহ অনুরোধ জানিয়েছেন।