মোঃ হাসান চৌধুরী, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলায় ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগ এনে সাংবাদিককে হুমকির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় হুমকির শিকার দৈনিক প্রজন্মকন্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে ফেইসবুকে মানহানিকর পোষ্ট এবং হুমকি দেয়া হয়। এরপর গত বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়। গত ০৯-০৮-২০২০ তারিখে মাদকের বিরুদ্ধে নিউজ পাবলিশ করা হয়। দৈনিক প্রজন্মকন্ঠ’তে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।
সাংবাদিক মোঃ সফিকুল ইসলাম নাহিদ অভিযোগে উল্লেখ করেন, আমি গত দুই বছর যাবৎ উক্ত পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে অত্যন্ত সম্মানের সাথে কাজ করে যাচ্ছি। অদ্য ১৯/০৮/২০২০খ্রিঃ তারিখ “তুমি শুধু আমার বন্ধু” নামক ফেইসবুক আইডি থেকে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য ও আমার মানসম্মানের হানি করার জন্য আমার ছবিসহ “এইন রে কেউ চিনোনি? আমি হুনছি এইন না কি চোলাই মদের গড় থেকে চাঁদা আনেন আইন্না বুঝি তাইনের সংসার চালাইন? গাওর বাড়ী বুঝি রাজাবাদ? আরো হুনছি তাইনের বোন রে দেখাইয়া বুঝি খানির খরচ চালাইচিলা কৃষক এর ছেলের কাছ থেকে? এইন বর্তমানে কিতা করেন? কেউ জানো যদি কইও? বুছনি, আমারে ইতা কইছে মুচি রংজিত রবি দাশে, তার বাড়ী থেকি ৫০০ – ১০০০ করে আনে প্রতি সাপ্তায়” এ ধরণের মানহানিকর পোষ্ট করে যাহার ফলে আমি বর্তমানে অত্যন্ত বিব্রতকর পরিস্থিতিতে আছি। উক্ত ফেইসবুক আইডি থেকে আমার বিরুদ্ধে এই ধরণের মানহানিকর পোষ্ট করার পর আমি উক্ত ফেইসবুক আইডি ব্যবহারকারী রাজাবাদ গ্রামের সাদ্দত আরীর পুত্র মোঃ জাফর ইকবাল কে আমি ও “প্রজন্ম কণ্ঠ” পত্রিকার কর্তৃপক্ষ যোগাযোগ করিয়া আমার বিরুদ্ধে এই ধরনের মানহানিকর পোষ্ট দেওয়ার কারণ জিজ্ঞাসা করিলে উক্ত ফেইসবুক আইডি ব্যবহারকারী মোঃ জাফর ইকবাল জানায় যে, সে কোন ধরনের কারন ছাড়াই আমার বিরুদ্ধে এই ধরনের মানহানিকর পোষ্ট আরো করিবে। সে আরো জানায় যে, প্রয়োজনে সে যেকোনভাবে আমাকে দেখে নিবে। এমনকি সে আমাকে জায়গা মতো পাইলে মারপিট করিয়া খুন, খারাপির মতো ঘটনা ঘটাইবে বলিয়া আমাকে প্রকাশ্যে হুমকি ধমকি দিচ্ছে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি।
এ ব্যাপারে অভিযোগকারী সাংবাদিক মোঃ সফিকুল ইসলাম নাহিদ জানান, আমাকে নিয়ে চাঁদার অভিযোগ এনে যে নিউজ করা হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আমি যদি চাঁদাই চাইতাম তাহলে তারা আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়নি কেন? এমন মিথ্যা অভিযোগ সত্যিই হাস্যকর। নিউজ প্রচারের পরে এমন অভিযোগ সত্যিই ন্যক্কারজনক। আমি সঠিক ঘটনা উল্লেখ্য করেই লিখিত অভিযোগ করেছি। পুলিশ তদন্ত করে সঠিক ব্যবস্থা নিবে এটাই আমার প্রত্যাশা।
এ ব্যাপারে নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া বলেন, আমি ঘটনাটি শুনেছি। সবার জন্যই আইনগত ব্যবস্থা গ্রহনের সুযোগ রয়েছে। তবে, এমন ঘটনা কাম্য নয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান বলেন, সাংবাদিক মোঃ সফিকুল ইসলাম নাহিদ এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে যে পোষ্ট করা হয়েছে এরই প্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।