নবীগঞ্জে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আটক ১ : চেয়ারম্যান হারুনকে খোঁজছে পুলিশ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 3 April 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আটক ১ : চেয়ারম্যান হারুনকে খোঁজছে পুলিশ

Link Copied!

মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ থেকে:   হবিগঞ্জের নবীগঞ্জে ত্রাণ বিতরণে অনিয়মের খবর ফেইসবুকে তুলে ধরার ঘটনায় সাংবাদিকদের উপর হামলার সাথে জড়িত খালেদ নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক খালেদ চেয়ারম্যান হারুনের মালিকানাধীন অরবিট হাসপাতালের ম্যানেজার হিসেবে কর্মরত ছিল।সাংবাদিকদের উপর হামলার সময় ওই খালেদ ও অংশ নিয়েছিল বলে জানা গেছে। তবে পুলিশের উপস্থিতি ঠের পেয়ে প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন পালিয়ে যায়। তাকে গ্রেফতার করার জন্য হন্যে হয়ে খোঁজছে পুলিশ।
বৃহস্পতিবার (২এপ্রিল) রাতে নবীগঞ্জ থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে উপজেলার আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনসহ অন্যান্যরা মিনহাজপুর গ্রামে অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে গভীর রাতে নবীগঞ্জ থানার ওসি (অপারেশন ) আমিনুল ইসলাম  নেতৃত্বে পুলিশ ওই গ্রামে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি আচ করতে পেরে অভিযুক্ত চেয়ারম্যান হারুনসহ অন্যান্যরা একটি খাল অতিক্রম করে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ চেয়ারম্যানের সহযোগি খালেদকে আটক করতে সক্ষম হয়।

উল্লেখ্য, সম্প্রতি চ্যানেল সিক্স ও দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি  শাহ সুলতান আহমেদ করোনার কারণে কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণে ওই চেয়ারম্যানের দুর্নীতি ও অনিয়মের চিত্র ফেইসবুকে লাইভ সম্প্রচার করেন। এতে আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন তার উপর ক্ষিপ্ত হন। এর জের ধরে  বুধবার বিকেলে ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের নেতৃত্বে কতিপয় লোক চ্যানেল সিক্স ও দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি শাহ সুলতান আহমেদের ওপর হামলা চালায়। এ সময় ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ক্রিকেট খেলার ব্যাট দিয়ে সাংবাদিককে পিটিয়ে আহত করেন। তাকে উদ্ধার করতে গিয়ে সাংবাদিক মুজিবুর রহমান, সাংবাদিক বুলবুল আহমেদসহ আরো পাঁচজন আহত হন।