নবীগঞ্জে সহপাঠীদের হাতে কলেজ ছাত্র নিহত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 29 February 2024
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে সহপাঠীদের হাতে কলেজ ছাত্র নিহত

Link Copied!

নবীগঞ্জ উপজেলায় সহপাঠীদের ছুরিকাঘাতে রাইসুল হক তাহসিন (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় শহর জুড়ে আতঙ্ক- উৎকণ্ঠা বিরাজ করছে। মঙ্গলবার (২৭ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে এ কলেজ ছাত্র তাহসিন নিহত হয়েছে।

নিহত নবীগঞ্জ উপজেলা রাইসুল হক তাহসিন (১৯) নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের বাসিন্দা এবং নবীগঞ্জ শহরের শেরপুর রোডের রাজন ওয়ার্কশপের সত্ত্বাধিকারী রাজন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে পূর্ব বিরোধের জের ধরে রাইসুল হক তাহসিনের উপর হামলা চালায় তারই সহপাঠীরা। এক পর্যায়ে তাহসিনকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাহসিনকে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। অ্যাম্বুলেন্সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তাহসিন মারা যায়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন- এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। ঘটনার সাথে জড়িত পাঁচ থেকে সাত জনের নাম সনাক্ত করা হয়েছে। বিষয়টি বন্ধুদের মধ্যে কথাকাটাকাটির জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।