নবীগঞ্জে সরকারী মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন করলেন জেলা প্রশাসক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 18 April 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে সরকারী মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

Link Copied!

মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়াভাঙ্গা হাওরের সরকারী যান্ত্রিক মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন করলেন হবিগঞ্জ জেলা প্রশাসক কামরুল হাসান। শনিবার (১৮এপ্রিল) সকালে হাওরে গিয়ে এই ধান কাটার উৎসবের আনুষ্টানিক উদ্বোধন করেন তিনি।

ছবি : কৃষকদের সামনে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক কামরুল হাসান

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলার কৃষি অফিসার এ.কে.এম মাকসুদুল করিম,থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান আজিজ,ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,আবু সিদ্দিক,প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া,দৈনিক সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, সাংবাদিক মতিউর রহমান মুন্না,ছনি চৌধুরী,মোঃ হাসান চৌধুরী প্রমুখ।

ছবি : কৃষকদের হাতে খাদ্য সামগ্রী তোলে দিচ্ছেন জেলা প্রশাসক কামরুল হাসান

এসময় জেলা প্রশাসক কামরুল হাসান বলেন,আমাদের এই দেশে খাদ্যর অভাবে কেউ মরবে না।দেশ র শেখ হাসিনা হত দরিদ্র,শ্রমিক, কৃষকদের জন্য যতেষ্ট পরিমান খাবার রেখেছেন । এ সময় তিনি ধান কাটা শ্রমিক দের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০ কেজি চাল,১ কেজি তৈল,২ কেজি আলু,১ কেজি ডাল,এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে দুধ, বিস্কুট,কেক সহ বিভিন্ন সামগ্রী তাদের হাতে তোলে দেন।