নবীগঞ্জে সরকারি জায়গা দখল করে ক্রয় বিক্রয়ের অভিযোগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 29 March 2022
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে সরকারি জায়গা দখল করে ক্রয় বিক্রয়ের অভিযোগ

Link Copied!

নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে গৃহ নির্মাণ করে ক্রয়-বিক্রয় করার অভিযোগ উঠেছে।

সরকারি জায়গা অবৈধ ভাবে দখলদার কাছ থেকে উদ্ধার করতে গ্রামবাসীর পক্ষে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন গুমগুমিয়া গ্রামের মৃতঃ এবাদুল্লাহর পুত্র মোঃ আব্দুল আউয়াল ও মৃত ছিদ্দেক উল্লাহর পুত্র শামীম মিয়া।

অভিযোগ সূত্রে জানাযায়,নবীগঞ্জ উপজেলার গুমগুমিয়া গ্রামের আবু সুফিয়ান,মোজাহিদ মিয়া,আনসার মিয়া,সজ্জাদ মিয়া,আব্দুল মহিত,মিজানুর রহমান,সজ্জাদ মিয়া,মাহিদ মিয়া,নজরুল মিয়াসহ আরো ১০/১৫ জন ভূমি দখল চক্র মিলে অবৈধ ভাবে সরকারি জায়গায় দখল করে ঘর নির্মান করে পজিশন দখল বিক্রি করে আসছে বলে অভিযোগ রয়েছে।

সুবিধা বঞ্চিত গ্রামবাসীর পক্ষে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করলেও কোন প্রতিকার পাননি এলাকাবাসী।

এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের শুমগুমিয়া বাজারে সরকারী ১ নং খতিয়ানের ২৯ শতাংশ ভূমি বাজারের নামে রেকর্ড হয়েছে ।

কিন্তু বাজারের দাগের বাহিরে আরও সরকারী কয়েকটি দাগ আছে যা বাজারের নামে রেকর্ড হয়নি।

গ্রামের উল্লিখিত ভূমি দখলকারী চক্রের লোকজন অবৈধভাবে সরকারী রাস্তাসহ অন্যান্য দাগের জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে।

বর্তমানেও আরও সরকারী জায়গা দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে জানা গেছে।

সরকারী জায়গা দখলী নিয়ে দাঙ্গা হাঙ্গামাসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

তাই এলাকাবাসী দ্রুত ভূমি চক্রকারীদের কাছ থেকে সরকারি জায়গা দখল উচ্ছেদ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,যেহেতু জায়গা সংক্রান্ত বিষয় সেহেতু সহকারী কমিশনার( ভূমি) বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।