নবীগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার করল প্রশাসন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 9 February 2022

নবীগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার করল প্রশাসন

Link Copied!

মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ- ২ প্রকল্পাধীন ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারী) বড় ভাকৈর ইউনিয়নের কাজিরগাও মৌজার ৪২০, ৫২২নং এবং বাগাউড়া মৌজার ৬১২২ দাগে অভিযান চালিয়ে সরকারি খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির দখলে থাকা প্রায় ২.৫০ একর খাস জমি উদ্ধার করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ।

এসময় সার্ভেয়ার আমিনুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, চেইনম্যান উপস্থিত ছিলেন। নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়