মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ : নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের সরকারি ও মালিকানা জমি দখলের অভিযোগ উঠেছে এক লন্ডন প্রবাসীর উপর।
সোমবার (১৭ আগস্ট) কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের মৃত মির্জা মোঃ ইদ্রিছের পুত্র মির্জা আব্দুল বাতেন মারুফ নবীগঞ্জ এসি ল্যান্ট বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, মির্জা আব্দুল বাতেন মারুফ লিখিত অভিযোগ দায়ের করেছেন একই গ্রামের মৃত খায়রুল ইসলামের পুত্র লন্ডন প্রবাসী সামছুল আলম বাচ্চু মিয়ার উপর।
লিখিত অভিযোগে মির্জা আব্দুল বাতেন মারুফ উল্লেখ করেন, সরকারী তফশীল বর্ণিত রাস্তা ও খালের পূর্ব পার্শ্বে আমাদের মালিকানা জমি। লন্ডন প্রবাসী সামছুল আলম বাচ্চু মিয়া একজন ভূমি দস্যু। সে অন্যায় ভাবে সরকারি ও মানুষের ভূমি দখল করে থাকে। সে বাড়ির সামনে সরকারী খাল, রাস্তা ও বাড়ির পিছনের খাল দখল করে আছে। আমার বাড়ীর সামন ও লন্ডন প্রবাসী সামছুল আলম বাচ্চু মিয়ার বাড়ীর সামনে সরকারি রাস্তা হওয়ায় বাচ্চু মিয়া অন্যায় ভাবে তার মালিকানা সম্পত্তি অতিক্রম করে সহকারি রাস্তার উপর বাউন্ডারী নিমার্ণ করে ভোগ দখলে নিয়ে গেছে। এবং সরকারি খাল রকম ভূমিতে ভোগ দখল করিয়া মোরগের খামার নিমার্ণ করে। এই ভাবে লন্ডন প্রবাসী সামছুল আলম বাচ্চু মিয়া সরকারী ও মানুষের জমি দখল করে আসছে।
এব্যাপারে নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা প্রমান হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।