নবীগঞ্জে সব ধরনের কিস্তি আদায় স্থগিত ঘোষণা করল উপজেলা প্রশাসন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 24 March 2020

নবীগঞ্জে সব ধরনের কিস্তি আদায় স্থগিত ঘোষণা করল উপজেলা প্রশাসন

Link Copied!

শাহরিয়ার আহমেদ শাওনঃ  নবীগঞ্জ সকল ধরনের সরকারী বেসরকারি ঋন দাতা প্রতিষ্ঠানের মাসিক  কিস্তি আদায় করা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

দরিদ্র জনগোষ্ঠীর অবস্থা বিবেচনা করে কিস্তি আদায় স্থগিত করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন।

নোবেল করোনা ভাইরাস  (কোভিড ১৯) সংক্রামন ঠেকাতে শহরের দোকান পাট বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অনেকেই কাজ কাম করতে পারছেন না। সে প্রেক্ষিতে গ্রাহকদের ঋণের কিস্তি দিতে অসুবিধা হবে চিন্তা করে মাসিক কিস্তি তোলা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৪মার্চ) এই সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

সভায় কোন এনজিও প্রতিষ্ঠানের কর্মী যাতে কোন গ্রাহককে দু:সময়ে বিরক্ত না করে সেটার জন্য নির্দেশ দেওয়া হয়। অপর দিকে মাঠ কর্মীরা  মানুষেদের মধ্যে  করোনা ভাইরাস সম্পর্কে  সচেতনতা  গড়ে তুলতে কাজ করার জন্য বিবৃতিতে বলা হয়।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকতা বিশ্বজিত কুমার পাল আামর হবিগঞ্জ কে জানান কোন ঋণ দাতা প্রতিষ্ঠানের কোন কর্মী যেন গ্রাহক কে হয়রানী বা বিরক্ত না করে। যদি কোন গ্রাহকের কাছ থেকে  চাপ দেওয়ার এমন অভিযোগ পাওয়া যায়  তবে তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।

নবীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়