এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী,এমপি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) ঢাকা হতে এসে সারাদিন নবীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন প্রোগ্রাম কালিয়ারভাঙ্গা ইউপির উমরপুরে অবস্থিত শ্রী শ্রী বুড়া ঠাকুর গাছতলা,নবীগঞ্জ সদর ইউপির অন্তর্গত শ্রী শ্রী মদনমোহন জিউর আখড়া এবং পৌরসভার ইস্কনে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী মহোৎসব ২০২৪ উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠিতব্য অনুষ্ঠান সমূহে উপস্থিত ছিলেন নবীগঞ্জের পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, শ্রীমান বিপিন বিহারী দাস ব্রহ্মচারী,সাবেক টিএমসি নবীগঞ্জ, এড: অলক কুমার রায়, শ্রীমান ব্রজকৃষ্ণ দাস ব্রহ্মচারী, মৃনাল কান্তি রায় মিনু, কাউন্সিলর মো: ফজল মিয়া, শ্রীমান মানবেন্দ্র কেশব দাস,শ্রীমান যুগধর্ম দাস। এছাড়াও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এবং সকল ধর্মাবলম্বীর স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
জনসাধারণের কাছে কেয়া চৌধুরী এমপি নবীগঞ্জ পৌরসভাসহ সারাদেশের আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র জন্য দোয়া চান।এসময় কেয়া চৌধুরী এমপি,কে সর্বস্তরের জনগণ কড়তালির মাধ্যমে অভিবাদন জানান।