জাবেদুর রহমান, নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সংক্রমণ বৃদ্ধি পেলেও অধিকাংশ মানুষ বাইরে মাস্ক ছাড়াই অবাধে চলাফেরা করছেন। ফলে করোনার ঝুঁকি বাড়ার শঙ্কা দেখা দিয়েছে।
নবীগঞ্জের প্রধান বাণিজ্যিক কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন স্থানে বেশিরভাগ মানুষকে দেখা গেছে মাস্কহীন অবস্থায়। তারা মানছেন না স্বাস্থ্যবিধি। উপচেপড়া ভিড়ের মধ্যে গায়ে গা ঘেঁষে চলাচল করছেন জনসাধারণ। করোনায় ভয়াবহতার ঝুঁকি থাকলেও স্বাস্থ্যবিধি কিংবা শারীরিক দূরত্ব মানছেন না কেউ।

ছবি : নবীগঞ্জের হাটবাজারে শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিত
সরেজমিনে দেখা যায়, আম, আনারস ও কলা বিক্রেতা থেকে শুরু করে মুদি দোকানদার এবং কাঁচামালের ব্যবসায়ীদের সামনে ও মানুষের প্রচণ্ড ভিড় লেগে আছে। তাছাড়া, এসব জায়গায় মানা হচ্ছে না শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিত।
দেশে করোনা সংক্রমণের শুরুর দিকে নবীগঞ্জে সংক্রমণ ঠেকাতে প্রশাসন যেমন জোরালো পদক্ষেপ গ্রহণ করেছিল তেমনি মানুষজন ও সচেতনভাবে সবকিছু মেনে চলছিলেন এবং তার সফলতাও মিলেছিল। কিন্তু এখন করোনার সংক্রমণ বাড়তে থাকলেও মানুষের মধ্যে সচেতনতা কমছে।