শেভরনের অর্থায়নে পরিচালিত উদ্যোক্তা প্রকল্পের পক্ষ থেকে আইডিই বাংলাদেশ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার অন্তর্গত আউশকান্দি ইউনিয়নের রহমানিয়া কমিউনিটি সেন্টারে শনিবার (১১মে) সকাল ১১ টায় ‘উদ্যোক্তাদের মাঝে উন্নত জাতের গরু ও ব্যবসায়ীক পণ্য হস্তান্তর’কর্মসূচীর আয়োজন করে শেভরন বাংলাদেশ আইডিই।
হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের মাঝে উন্নত জাতের গরু ও ব্যবসায়িক পণ্য হস্তান্তর কর্মসুচীর উদ্বোধন ঘোষনা করেন।
এসময় তিনি বলেন, শেভরন আমাদের গ্যাস উত্তোলনে ও বিভিন্ন সমিতিকে আর্থিক সহযোগীতার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার যে প্রয়াস দেখাচ্ছে শেভরন প্রশংসিত। তিনি আরো বলেন আপনাদের সেবা শুধু তিনটি ইউনিয়নে সীমাবদ্ধ থাকলে হবে না গোটা উপজেলা বাসি আপনাদের সেবা পেতে আগ্রহ প্রকাশ করে যা সর্বদা আপনাদের কাছ থেকে পেয়ে থাকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণীসম্পদ অফিসার, জেলা প্রাণীসম্পদ অফিস হবিগঞ্জ ডাঃ মোঃ আব্দুল কাদের, নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, নবীগঞ্জ উপজেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ মোঃ সাইফুর রহমান।
উপস্থিত ছিলেন, ডিরেক্টর, করপোরেট অ্যাফেয়ার্স, শেভরন বাংলাদেশ মুহাম্মদ ইমরুল কবির, গ্যাস প্লান্ট সুপারিনটেন্ডেন্ট, শেভরন বাংলাদেশ এলান কয়েস চৌধুরী,ম্যানেজার, সোসাল ইনভেন্টমেন্ট, শেভরন বাংলাদেশ খন্দকার তুষারুজ্জামান, সহ শেভরন বাংলাদেশের আরোও গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ প্রমূখ।