নবীগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 20 September 2024

নবীগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

Link Copied!

নবীগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাশ অনুম এ আদেশ জারি করেন। বিষয়টি আজ বৃহস্পতিবার জানাজানি হয়। উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের

ওই প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে গত বুধবার দুপুরে কলেজের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে স্কুল মাঠে অবস্থান নেয় তারা। পরে ইউএনও প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ছাত্র দের উদ্দেশ্যে বলেন। সঠিকভাবে বিভাগীয় তদন্ত না হওয়া পর্যন্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের উপস্থিত থাকতে পারবেন না। ইউএনও শিক্ষার্থীর জানান তিনি স্বাক্ষরিত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনের কপি তাদের হাতে তুলে দিবেন বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা দুই দফায় গত ১৮ সেপ্টেম্বর প্রধান শিক্ষকের লুৎফুর রহমান এর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে পদত্যাগ চায় বিদ্যালয়ের শিক্ষার্থী এ ছাড়া গত আগষ্টে থেকে।

সেপ্টেম্বর পর্যন্ত ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান এর বিরুদ্ধে মানববন্ধন, আন্দোলন, অবস্থান কর্মসূচি, শ্রেণিকক্ষে তালা, বিক্ষোভ মিছিল, ক্লাস বর্জন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়টিতে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

বিদ্যালয়টিতে বিদ্যমান বিশৃঙ্খল পরিস্থিতির কারণে প্রশাসন বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে শেষ না হওয়া পর্যন্ত। প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের সঙ্গে অন্য শিক্ষক-কর্মচারীর সমন্বয়হীনতা এবং প্রতিষ্ঠানটির সুষ্ঠু ব্যবস্থাপনা ও নেতৃত্ব প্রদানে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন মর্মে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ।

শুধু তা-ই নয়, বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার কোনো পরিবেশ না থাকায় প্রতিষ্ঠানটির জরুরি ভিত্তিতে শৃঙ্খলা আনতে এবং কোমলমতি শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষায় ম্যানেজিং কমিটির পরবর্তী সভার অনুমোদন সাপেক্ষে প্রশাসনিক কারণে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান কে সাময়িক বরখাস্ত করা হয়। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছেন আফরোজা বেগম(এসিস্ট্যান্ট) তার কাছে যাবতীয় দায়িত্বভার হস্তান্তর করবেন এবং বিধি মোতাবেক।

এ প্রসঙ্গে অভিযুক্ত প্রধান শিক্ষক মো লুৎফর রহমান বলেন, ‘এই মুহূর্তে আমি কিছু বলার মতো অবস্থায় নাই। পরে ফোন দিয়েন।’ নবীগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব দৈনিক আমার হবিগঞ্জ কে জানান আন্দোলন চলাকালীন সময়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহীকর্মকর্তা অনুপম দাশ অনুপ নির্দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তিনি আমাদের বলেন বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান উক্ত প্রতিষ্ঠানে উপস্থিত থাকবেন না, এই আশ্বাসে ছাত্র ছাত্রীরা শান্ত হয় এবং তিনি জানান প্রজ্ঞাপনের তার স্বাক্ষরিত পত্রে প্রধান শিক্ষকে সাময়িক বহিষ্কার করবেন আশ্বাস দেন কিন্তু আমাদের হাতে কোন স্বাক্ষরিত প্রজ্ঞাপন দেওয়া হয় নি ইউএনও অনুপম দাশ অনুপ মৌখিকভাবে আমাদে জানিয়েছেন।

প্রধান শিক্ষকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং সহকারী শিক্ষকা আফরোজ বেগমকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে । এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ কে তার অফিসিয়াল মোবাইল ফোনে বার বার কল দিলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়