নবীগঞ্জে শাখা বরাক নদীর চলমান দূষণের প্রতিবাদে পদযাত্রা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 24 February 2024
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে শাখা বরাক নদীর চলমান দূষণের প্রতিবাদে পদযাত্রা

Link Copied!

‘ময়লার ভাগাড়ে ফুল ফুটুক, শাখা বরাক নদী পরিষ্কার হোক’ এই শ্লোগানে হবিগঞ্জের নবীগঞ্জে শাখা বরাক নদীর চলমান দূষণের প্রতিবাদে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ফেব্রুয়ারি) বিকেলে রিভার উইংসের উদ্যোগে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় হতে পদযাত্রা শুরু হয়ে শাখা বরাকের তীরবর্তী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে পথসভায় মিলিত হয়। এতে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের কয়েক শতাধিক নেতৃবৃন্দ অংশ নেন।

পথসভায় রিভার উইংসের আহবায়ক তনুজ রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়জুর রব ফনি এবং সদস্য অলিউর রহমান অলির যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. জহিরুল হক শাকিল, পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মুমিন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, আয়ান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী ছালিক মিয়া, নবীগঞ্জ ইউনাইটেড হসপিটালের পরিচালক মাহবুবুল আলম সুমন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান ফয়জুর রব রনি, নবীগঞ্জ সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক সাইফুর রহমান খাঁন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সহসভাপতি এম এ মুহিত, অর্থ সম্পাদক শওকত আলী, প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না, ছনি আহমেদ চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া, উপজেলা শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির অধ্যক্ষ কাঞ্চন বণিক, রিভার উইংসের কোষাধক্ষ পলাশ বনিক, সদস্য জাকারিয়া অপু, সাইফুল আলম পারভেজ, জুবায়ের আহমেদ, গোপাল সুত্রধর, পরিবেশ কর্মী আব্দুর রহিম প্রমুখ।

বিভিন্ন সংগঠন একাত্মতা পোষণ করে পদযাত্রায় অংশ নেয়। পথসভায় বক্তারা- শাখা বরাক নদীর দূষণ প্রতিরোধ করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের কার্যকরী উদ্যোগ গ্রহণের দাবী জানান।