নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড গুমগুমিয়া গ্রামের বর্তমান মেম্বার মিজানুর রহমান মিজানের বাড়িতে ৪র্থ বারের মত আগুন দিল দুর্বৃত্তরা।
বুধবার (১ জানূয়ারি) রাত ১০ঃ৫৫ মিনিটের সময় ৪র্থ বারের মত আগুন দিয়েছে দুর্বৃত্তরা । যখন বাড়ির সবাই ঘরের ভিতরে ঘুমানোর প্রস্তুতি নেয় এবং বাড়ি নিরব হয়ে পড়ে তখন দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে তিনটি ঘরে আগুন লাগিয়ে দেয়। এ সময় তার ফুফু রুনা বেগম আগুন দেখে চিৎকার করলে আশেপাশের মানুষ ও এলাকাবাসীরা আগুন নেভাতে এগিয়ে আসে। আর আগুন লাগার সাথে সাথে ফ্যায়ার সার্বিসকে ফোন দেওয়া হয় কিন্তু ফ্যায়ার সার্বিস আসার আগেই ঘর তিনটি পুড়ে ছারখার হয়ে যায়।

গত ২০১৯ সালের আগস্ট মাসের ৪ তারিখে সন্ধ্যায় ৬টায় বাড়ির সামনের দিকে একটি ঘরে এবং এইরাতে ৯টায় বাড়ির পিছনে এটেস্ট বাথরুমে আগুন দেয়। তারপর পরেরদিন ৫ আগস্ট রাত ২টায় আবার বাড়ির সামনের দিকে ও আগুন লাগিয়ে দেয়। এই ঘটনাকে নাশকতামূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বাড়ির মালিক মিজানুর রহমান মিজান। এই ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।