দিপু আহমেদ,নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ৮ নং সদর ইউনিয়নের (বরকতপুর জাহিদপুর ও ৬নং কুর্শী ইউনিয়নের খনকারী পাড়া গ্রাম পর্যন্ত সড়কের বেহাল অবস্থা। এ যেন দেখার কেউ নেই। চলাচলের রাস্তা ভেঙ্গে মরণফাঁদে পরিণত হয়েছে। অল্প বৃষ্টি হলেই জমছে হাঁটু পানি। এতে করে জনসাধারণ চলাচলে বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা।
এলাকার জনগণের চলাচলের অতি গুরুত্বপূর্ণ উল্লেখিত রাস্তা দিয়ে প্রতিদিন ৫/৭ টি গ্রামের মানুষ সহ ছাত্র/ছাত্রীরা যাতায়াত করে থাকেন,অত্র ইউনিয়নের নবীগঞ্জ পৌরসভার নহরপুর পর্যন্ত সড়ক সংক্রার পাকা করণ করা হয়েছে, বরকতপুর জাহিদপুর ও খনকারী পাড়া পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা, এলাকাবাসী ভোগান্তির সম্মুখীন। সামাজিক উন্নয়ন সহ এলাকার শিক্ষাক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসী স্থানীয় এমপি দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুল হক চৌধুরী সেলিম,৮ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব জাবেদুল আলম চৌধুরী সাজু ও ৬ নং কুর্শী ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলী আহমদ মুসা সহ উনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় ৮নং ইউনিয়নের বরকতপুর জাহিদপুর ও ৬ নং কুর্শী ইউনিয়নের খনকারী পাড়া গ্রাম পর্যন্ত চলাচলের এই রাস্তাটি ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি তৈরী হয়েছে। বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে হাঁটু পানি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এই সড়কে চলাচলরত উপজেলার মানুষজন।
এদিকে সড়কটি দিয়ে যাত্রী নিয়ে চলাচলে বিপাকে পড়েছেন খেটে খাওয়া রিক্সা,সিএনজি চালকসহ ছোট, ছোট পরিবহনের শ্রমিকরা। স্থানীয়রা বলছেন, এই সড়কে চলাচলে আশঙ্কা পোহাতে হয় তাদের।
রাস্তাটি ভেঙ্গে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার শিকার হতে হয় তাদের। স্থানীয়রা বলেন, রিক্সায় উঠলে পড়ে গেলে ও সামাল দেওয়া যায়। তবে এই সড়কে চলাচলে জীবন ঝুঁকি রয়েছে।
একদিকে বিশাল ভাঙ্গা গর্ত অপরদিকে হাঁটু পানি। এ যেন দেখার কেউই নেই। সাধারণ মানুষের কথা ভেবে এই রাস্তাটি মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীসহ উপজেলাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন তারা।