মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রভাবে রাস্তা-ঘাট এখন ভূতুড়ে বাড়ীতে পরিণত হয়ে পড়েছে। এই সুযোগে চোরেরা ঘটালো এক অবাক করা কান্ড । নবীগঞ্জ শহরের ওসমানী রোডে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হয়েছে। এতে ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল ও নগদ ২০ হাজার টাকার চুরি করে নিয়ে গেছে চুরে দল। রবিবার (১৯এপ্রিল) ভোর রাতে আরজু ডিপামেন্টাল ষ্টোরে এ ঘটনাটি ঘটে।জানা যায় রাতের আধারে তালা ভেঙ্গে একদল চুর প্রবেশ করে।

ছবি : নবীগঞ্জের এই দোকানে দু;সাহসিক চুরি সংগঠিত হয়
পৌর এলাকার ওসমানী রোডে আরজু ডিপার্টমেন্টাল ষ্টোরে রবিবার (১৯্এ্রপ্রিল) দিবাগত গভীর রাতে একদল চোর হানা দিয়ে আবুল হুসেন জীবনের মালিকানাধীন দোকানের সামনের সাটারের তালা ভেঙ্গে চুরের দল দোকানে প্রবেশ করে, দামী শাড়ী, থ্রী পিছ, জামা কাপড় ও নগদ টাকা সহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এতে বাজারে ব্যবসায়ীদের মধ্যে চোর আতংক বিরাজ করছে। ইদানিংকালে নবীগঞ্জ শহরসহ আশ পাশের গ্রামগুলো চুরির উপদ্রব বৃদ্দি পেয়েছে।
এ ব্যাপারের নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান বলেন,চুরির ঘটনায় এখনও থানায় কোন অভিযোগ পাইনি খোজ খবর নিয়ে আইনানুক ব্যবস্থা গ্রহন করব।নবীগঞ্জে তেমন একটা চুরির ঘটনা ঘটেনি সম্পতি ঘটে যাওয়া চুরির ঘটনায় এলাকার চিহ্নত চুরদের ধরে জেলহাজতে পেরন করা হয়েছে।