নবীগঞ্জে রক্তাক্ত অবস্থায় শিশু উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 25 November 2019
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে রক্তাক্ত অবস্থায় শিশু উদ্ধার

অনলাইন এডিটর
November 25, 2019 11:33 pm
Link Copied!

ছবিঃ রক্তাক্ত অবস্থায় শিশু।

মো.হাসান চৌধুরী, নবীগঞ্জ থেকে।।নবীগঞ্জে রক্তাক্ত অবস্থায় এক শিশুকে উদ্ধার করেছে তার পরিবারের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত শিশুর পরিবার সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের হেমেন্দ্র সরকারের শিশু কন্যা চৈতী রাণী সরকার (৬) বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে বাড়ির উঠানে দেখতে না পেয়ে চৈতী রাণী সরকারের পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। এসময় তাদের বসত ঘরের পেছনে রক্তাক্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আংশকাজন অবস্থায় চৈতী রাণী সরকারকে সিলেট এনএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে কে বা কারা এই শিশু বাচ্চাকে রক্তাক্ত জখম করেছে এখন ও জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। এব্যাপারে চৈতী রাণী সরকারের পিতা হেমেন্দ্র সরকার বলেন, কারা এই পাষন্ড আমি জানি না। আমার মেয়ের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে।