নবীগঞ্জ থেকে :: নবীগঞ্জে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে শহরে চলাচলরত রিকশাসহ বিভিন্ন যানবাহনে জীবাণুনাশক স্প্রে করেছে ‘দ্যা রিলেশন টু পিপল’।
বুধবার (২৫মার্চ) সকাল থেকে নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে অবস্থান করে গাড়িগুলোতে এই জীবাণুনাশক স্প্রে করেন সংগঠনটির সদস্যরা।

এ সময় ‘দ্যা রিলেশন টু পিপল’ এর সদস্যরা জানান- করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পেতে নবীগঞ্জ এখন সম্পূর্ণ লকডাউনে। ঔষধ, কাঁচামাল ও মুদির দোকান ছাড়া সকল প্রকার দোকানপাট বন্ধ। কিন্তু শহরে মানুষের সমাগম কমছে না কোনভাবেই। সেজন্য নবীগঞ্জ শহরে চলমান সকল প্রকার যানবাহনে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘দ্যা রিলেশন টু পিপল’ কর্তৃক জীবাণুনাশক স্প্রে করা হয়।
নবীগঞ্জ বাজারের বিভিন্ন পয়েন্টে ছোট ছোট দলে ভাগ হয়ে রিকশা, মটর সাইকেল, অটো, বাস, প্রাইভেট গাড়ি, এম্বুলেন্স সহ সকল যানবাহনে উক্ত জীবাণুনাশক স্প্রে করেন সংগঠনের সদস্যরা।
এ সময় বাজারে অবস্থানরত সবার মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধের সচেতনতা বার্তা দেয়া হয় এবং প্রয়োজন ব্যাতিত বাড়ির বাইরে না বের হওয়ার অনুরোধ করেন সংগঠনটির সদস্যরা।