নবীগঞ্জে মোটর সাইকেল সিএনজির মুখোমুখি সংঘর্ষ : আহত ৩ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 16 January 2022
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে মোটর সাইকেল সিএনজির মুখোমুখি সংঘর্ষ : আহত ৩

Link Copied!

নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর নামক স্থানে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ৩ জনের মধ্যে মোটর সাইকেল আরোহীর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কলেজে প্রেরণ করেন।

শনিবার বিকেলে পৌর এলাকার সালামতপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, কালাঞ্জুরা গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র নূর আলী, আউশকান্দি ইউনিয়নের মুজিবুর রহমানের পুত্র মতিউর রহমান মুন্না (১৫) এবং আউশকান্দি ইউনিয়নের মৃত আব্দুল বারিক মিয়ার পুত্র মোটর সাইকেল আরোহী মহিবুর রহমান (৩৬) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানাযায়, আউশকান্দি থেকে আসা সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ২ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।