নবীগঞ্জ-ইনাতগঞ্জ রোডে ছায়া নগর নামক স্থানে মোটরসাইকেল ও পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহতের খবর পাওয়া গেছে।
মোটর সাইকেল আরোহীর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কলেজে প্রেরণ করলে সিলেট যাওয়ার পথিমধ্যে মৃত্যু বরণ করেন। মঙ্গলবার (২৫জানুয়ারি) বিকেলে নবীগঞ্জ-ইনাতগঞ্জ রোডে ছায়া নগর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহ মোটরসাইকেল আরোহী ইনাতগঞ্জ মধ্যসমত গ্রামের মৃত হরকুমার রায়ের পুত্র দলিল লেখক কানু রায়।
স্থানীয় সূত্রে জানা যায়,ইনাতগঞ্জ থেকে আসা পিকআপ গাড়ি ও নবীগঞ্জ থেকে ইনাতগঞ্জ যাওয়ার পথিমধ্যে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী কানু রায় গুরুতর আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট যাওয়ার পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার এস আই গৌতম দাস।