নবীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত ১ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 20 August 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত ১

অনলাইন এডিটর
August 20, 2020 2:45 pm
Link Copied!

ছবি: আহত আহমেদ ফায়েক (১৮)।

মোঃ হাসান চৌধুরী, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ থেকে নবীগঞ্জ আসার প্রতিমধ্যে নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে এক মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা আহতকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল নিয়ে যান ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে আনুমানিক সাড়ে ১২ টার সময় ঘটনাটি ঘটে। আহত হয়েছে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মস্তফাপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র আহমেদ ফায়েক (১৮)। আহমেদ ফায়েকের অবস্থা খারাপ হওয়ার কারণে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

সরেজমিনে স্থানীয়রা জানায়, দ্রুত গতিতে সাইকেল চালিয়ে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্ষা লাগে। ধাক্ষা লাগতে দেখতে পেয়ে অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।