নবীগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় সরকারি কলেজের ছাত্রের মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 21 January 2021

নবীগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় সরকারি কলেজের ছাত্রের মৃত্যু

Link Copied!

সলিল বরণ দাশ, নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি।

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দূর্ঘটনায় সজিব আহমেদ(১৮) নামে নবীগঞ্জ সরকারি কলেজের এক ছাত্র নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২০জানুুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাংলা বাজার এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত সজিব উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোঃ ছাদ মিয়ার পুত্র বলে জানা গেছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান জানান-ওই সময় সজিব আউশকান্দি থেকে বাড়ি ফিরছিলেন।

 

ছবি : সজিব আহমেদ এর ফাইল ছবি

 

বাংলাবাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সে একটি গাড়ির নিচে চাপা পড়েন। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে সে মৃত্যুবরন করে।

নবীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়