মোঃ হাসান চৌধুরী, নবীগঞ্জ : আসছে স্থানীয় সরকার পৌরসভা মেয়র নির্বাচন, নবীগঞ্জ পৌরসভায় চলছে প্রার্থীদের আগাম প্রচারণা, কেউ কেউ গোপনে গোপনে নির্বাচনি প্রচারণা সহ আত্মীয়স্বজনদের বাড়ি বাড়ি চলছে আগাম আসা যাওয়া সহ ভোটারদের খোজ খবর নেওয়া।
শুনা যাচ্ছে বর্তমানে দেশ বিদেশ সহ এই পর্যন্ত পাচজন নবীগঞ্জ পৌরসভা মেয়র নির্বাচনে প্রস্তুতি নিচ্ছেন। তার মধ্যে বর্তমান মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, সাবেক তিন বারের মেয়র অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু যিনি গত পৌর সভা নির্বাচনে আওয়ামীলীগের নমিনেশন চেয়েছিলেন। দলীয় নমিনেশন না পাওয়াতে তিনি গত পৌর নির্বাচন থেকে তিনি দলের নির্দেশে সরে আসেন, এইবার তিনি আওয়ামীলীগ থেকে মেয়র নির্বাচনে দলীয় নমিনেশন চাইবেন ও তিনি আশাবাদী এবার আওয়ামীলীগ উনাকে মূল্যায়ন করবে, যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক তাজুল ইসলাম নিটু তিনিও নবীগঞ্জ মেয়র নির্বাচনে আওয়ামীলীগের নমিনেশন আশাবাদী ও তিনি মেয়র নির্বাচন করবেন, দল থেকে নমিনেশন না পেলে তিনি স্বতন্ত্র মেয়র নির্বাচন করবেন শুনা যাচ্ছে। নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল তিনি ও আওয়ামীলীগ থেকে দলীয় নমিনেশন প্রত্যাশী।
এখন অপেক্ষার বিষয় কে হচ্ছেন আগামী পাচ বছরের জন্য নবীগঞ্জ পৌর মেয়র, সেটা দেখতে হলে আসছে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।