নবীগঞ্জে বাবা-মাকে নির্যাতন করার অপরাধে দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামে ফারছু মিয়া (২২) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ( ১৮ জানুয়ারি ) বিকাল ৪ ঘটিকায় এ দণ্ডাদেশ প্রদান করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।
জানা যায় , ফারছু মিয়া প্রায়ই তার বাবা-মাকে মারধর করতেন। মঙ্গলবার দুপুরে তার পিতা-মাতা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তাদের ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাজির হন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্যাতনের কথা জানিয়ে এর বিচার দাবি করেন।
পরে তাদেরকে বিচারের আশ্বাস দেন এবং পরবর্তীতে এ ধরনের কাজ করলে তাকে গ্রেপ্তার করার জন্য নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদকে নির্দেশ দেন।
ফারছু মিয়া পিতা-মাতা বাড়িতে ফিরলে সে আবারও তাদের মারধর করে। তাৎক্ষণিক খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ পুলিশ পাঠিয়ে তাকে আটক করেন এবং পরে তিনি নিজেও সেখানে যান।
এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক ১. ফারছু মিয়া (২২) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
এসআই শফিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সত্যতা নিশ্চিত করেন।