নবীগঞ্জে মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রশাসনের চিরুনি অভিযান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 12 August 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রশাসনের চিরুনি অভিযান

Link Copied!

মোঃ তাজুল ইসলাম,নবীগঞ্জ থেকে : করোনাভাইরাস  (কোভিড-১৯) প্রতিরোধে মানুষকে মাস্ক পরতে বাধ্য করা এবং এ নিয়ে সচেতনতা বাড়াতে মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করেছে নবীগঞ্জের প্রশাসন।
বুধবার (১২আগস্ট) নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন নবীগঞ্জ শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ছবি : এসিল্যান্ড সুমাইয়া মমিনের নেতৃত্বে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমান আদালত

অভিযানকালে নবীগঞ্জ শহরের নতুনবাজার মোড়, শেরপুর রোড,ওসামনী রোডসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে স্বাস্থ্য বিধি না মানায় ২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। এবং সাধারণ মানুষকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক ক্রয় করে মাস্ক পরিদান নিশ্চিত করা হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সত্যতা নিশ্চিত করেন।