নবীগঞ্জে মানা হচ্ছেনা লকডাউন : দিনদিন বাড়ছে করোনা ঝুঁকি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 20 May 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে মানা হচ্ছেনা লকডাউন : দিনদিন বাড়ছে করোনা ঝুঁকি

Link Copied!

মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ থেকে :  নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানের সব বাজারে মানা হচ্ছে না লক ডাউন। ছবিটি নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজারের এক ভ্রাম্যমাণ লুঙ্গি বিক্রেতার ছবি। দেশে করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে অস্বস্তিকর অবস্থায় বিরাজ করছে। ঈদকে সামনে রেখে ছোট্ট পরিসরে দোকানপাট খুলার অনুমতি দেওয়ার পর প্রত্যেকটা বাজারের দিকে লক্ষ্য করা গেছে, দেশে করোনা ভাইরাস বলতে কিছুই নেই। ঠিক আগের মতোই সাধারণ ভাবে খুলা হচ্ছে দোকানপাট। যে যার মতো ক্রয় বিক্রয় চালিয়ে যাচ্ছেন নির্ভয়ে। বাজারে আসছেন ভিড় করছেন আড্ডা দিচ্ছেন যে যার মতো করে।

ছবি : নবীগঞ্জে দুরত্ব বজায় না রেখেই কেনাকাটা করছেন ক্রেতা-বিক্রেতা

দূরত্ব বজায় রাখা দূরের কথা মুখে মাস্ক পর্যন্ত নেই। সামান্য সচেতনতা বলতে কিছুই নেই তাদের মাঝে। যেখানে ২মিনিট আগে প্রশাসনের লোক এসে টহল দিয়ে বুঝিয়ে গেছে সেখানে ২মিনিট পরে ঠিক আগের মতোই অবাধে চলাফেরা করছেন তারা। মনে হচ্ছে যেন কিছুই হয়নি এখানে। আর করোনা বলতে যেন কিছুই নেই এদের কাছে। এসব চলাফেরায় সচেতন মহল পড়েছেন দুশ্চিন্তায়। কারণ এভাবে অসচেতন ভাবে চলতে থাকলে করোনার ঝুঁকির পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। তাই সচেতন মহলের দাবি, প্রশাসনের পাশাপাশি প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে প্রতিনিধিদের মাধ্যমে কমিটি গঠন করে এই কমিটির পরিচালনায় লক ডাউন এর যাথাযথ নিয়ম কানুন মেনে চলার জন্য মাঠে নামানোর ।