নবীগঞ্জে মানা হচ্ছেনা নিরাপদ সামাজিক দুরত্ব - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 9 April 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে মানা হচ্ছেনা নিরাপদ সামাজিক দুরত্ব

Link Copied!

মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ থেকে : করোনা ভাইরাস মোকাবিলায় প্রতিদিন বাংলাদেশ সরকারের সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হলেও মানছে না কেউ। বিকাল হলেই আগের মতোই ভিড় জমে নবীগঞ্জের সব গ্রামের বাজারগুলোতে।  যেখানে নির্ধারিত সময়ের মধ্যে দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ক্রয় করার অনুমতি দেওয়া থাকলে ও কেউ ই মানছেন না এই আইন।  বিক্রেতা যেমন কৌশল অবলম্বন করে দোকান খুলা রাখছে দিনরাত তেমনি ক্রেতা ও কৌশল অবলম্বন করে দোকানে প্রবেশ করছে যে কোনো সময়। প্রতিদিন যেখানে ২ থেকে ৩ বার হাইওয়ে পুলিশ, স্থানীয় ফাঁড়ির পুলিশ, থানা পুলিশ, ইউএনও, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর টহল জোরদার করা হয় সেখানে ও তারা চলে গেলেই আবার যেই সেই।  এ যেন চুর-পুলিশ খেলা।  শত বুঝিয়ে বলার পরে ও বুঝতে রাজি নই সাধারণ জনগণ।

ছবি : নবীগঞ্জে কেউ মানছেনা সামাজিক দুরত্ব

এ প্রতিবেদক এলাকার কিছু বিজ্ঞ মানুষের সাথে উক্ত বিষয়ে আলোচনা করলে সবাই জানান, বর্তমান বাংলাদেশের যে কোনো পরিস্থিতি সুন্দর ও সঠিক দ্বায়িত্ব পালনে সফলতার সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। তাই সচেতন মহলের দ্বাবী উর্ধতন কর্মকর্তাদের এ বিষয় বিবেচনা করে প্রত্যেক বাজারে কম হলেও যদি ২/৩জন করে সেনাবাহিনী মোতায়েন করা হয় তাহলে হয়তো প্রয়োজন ছাড়া বাজারে আসা মানুষগুলোকে আটকানো সম্ভব। নইলে এই কঠিন পরিস্থিতি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে আমাদের রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই।