মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর এলাকায় প্রকাশ্যে মাদক সেবনে প্রতিবাদ করায় সাংবাদিক মোঃ জাফর ইকবালের পরিবারের উপর সন্ত্রাসী হামলা করেছে একদল দূর্বৃত্তরা।
গত মঙ্গলবার বিকালে ৩টা ৩০ মিনিটের সময় সাংবাদিক জাফর ইকবাল এর বসত বাড়িতে এসে তার মা ও গর্ভবতী বোন সহ সাংবাদিক জাফরকে পিটিয়ে রক্তাক্ত করে কতিপয় মাদক সেবীরা। এমনটাই জানিয়েছেন স্থানীয় সাংবাদিক মোঃ জাফর ইকবাল। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড এর রাজাবাদ গ্রাম।
আহত সূত্রে জানাযায়, গত (০৪ আগষ্ট) মঙ্গলবার স্থানীয় মাদক সেবী মোঃ মর্তুজা আলীর ছেলে মোঃ মাসুম, একই গ্রামের মোঃ আছাব আলীকে, নিজ এলাকায় প্রকাশ্যে মদ গাঁজা ও ইয়াবা সেবনে বাধা দেয়ায় গালি গালাজ করে এক পর্যায়ে লিমা বেগম এর ঘর থেকে রামদা ও ইট পাটকেল দিয়ে হামলা চালায় মাদক সেবিরা বিকাল ৩’টা ৩০ মিনিটে সাংবাদিক মোঃ জাফর ইকবালের বসত বাড়িতে এসে মোঃ মাসুম, আছাব আলী, মোছাঃ লিমা বেগম ও লিমা বেগমের মাতা, মোছাঃ আজিজুল নেছা (৪৫)ও গর্ভবতী মোছাঃ হুসনা আক্তার আকিকুন (২৫) ও সাংবাদিক মোঃ জাফর ইকবাল কে বেধরক মারপিট করে, পরে তাদের সুর চিৎকার শুনে প্রতিবেশি লোকজন এসে তাদের রক্ষা করে নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান, আহতদের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন, সাংবাদিক মোঃ জাফর ইকবাল আরো জানান,তার মাতা মোছাঃআজিজুল নেছার মাথায় ৩৭টি সেলাই ও গর্ভবতী বোন মোছাঃ হুসনা আক্তার আকিকুনের মাথায় ১০টি সেলাই দেয়া হয়েছে।
সাংবাদিক জাফর ইকবাল মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তার পরিবারের উপর দূর্বৃত্তরা এমন বর্বরোচিত হামলা করেছে মাদক সেবিরা। জাফর ইকবাল বলেন, প্রশাসনের সহযোগীতা কামনা করছি। তার বোনের গর্ভের অনাগত সন্তানকে নিয়ে তিনি খুব চিন্তিত আছেন। আহত,মোছাঃ আজিজুল নেছা ও হুসনা আক্তার আকিকুন ও সাংবাদিক জাফর ইকবাল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।