নবীগঞ্জে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 2 June 2022
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Link Copied!

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গরু চড়াতে গিয়ে বজ্রাঘাতে আব্দুল খালিক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালিক পানিউমদা ইউনিয়নের পানিউমদা তেতৈয়াপাড়া গ্রামের মৃত আজমান উল্লাহ’র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে থেমে বৃষ্টি হচ্ছিল। দুপুরে তেতৈয়াপাড়া গ্রামের কৃষক আব্দুল খালিক, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে পার্শ্ববর্তী দীঘিরপাড় এলাকায় গরু চড়াতে যায়।

এ সময় বৃষ্টির সাথে হঠাৎ করেই বজ্রপাত শুরু হয়। এতে বজ্রাঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় আব্দুল খালিকের। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বজ্রপাতে একজনের মৃত্যু খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা প্রদান করা হবে।